to mamata`s - Latest News on to mamata`s| Breaking News in Bengali on 24ghanta.com
মমতার শর্তে এখনও নিরুত্তর কংগ্রেস

মমতার শর্তে এখনও নিরুত্তর কংগ্রেস

Last Updated: Thursday, September 20, 2012, 12:40

ইউপিএ থেকে সমর্থন প্রত্যাহারের পর তৃণমূলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা নিয়ে জাতীয় রাজনীতিতে টানাপোড়েন অব্যাহত। কংগ্রেস এবং তৃণমূল দুপক্ষই এখনও পর্যন্ত নিজেদের অবস্থানে অনড়। সমর্থন তুলে নেওয়ার কথা ঘোষণা করলেও সমঝোতার একটা রাস্তা খোলা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।